ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টির নেতা তপনের সদস্য পদ স্থগিত

  • আপডেট: Tuesday, January 2, 2024 - 12:00 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপনের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

জেলা কমিটির গৃহীত সিদ্ধান্ত অমান্য করার দায়ে কেন্দ্রীয় কমিটি কর্তৃক তপনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বৈঠকে বসেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা।

এতে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী লিকু, রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশীষ প্রামাণিক দেবু, সাদরুল ইসলাম ও আশরাফুল হক তোতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তপনের সদস্য পদ স্থগিত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবাশীষ প্রামাণিক দেবু।

তিনি জানান, জেলা পার্টির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাঘা-চারঘাট আসনে নৌকার পক্ষে কাজ করার কথা থাকলেও মতিউর রহমান তপন নৌকার বিরুদ্ধে গিয়ে কাজ করছেন বলে কেন্দ্রীয় কমিটি নিশ্চিত হয়েছে। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনালী/জেআর