ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৯:৩৫ অপরাহ্ন

যুবনেতা সুমনের মায়ের মৃত্যুতে যুবমৈত্রীর শোক

  • আপডেট: Tuesday, January 2, 2024 - 7:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি যুবনেতা ওমর ফারুক সুমনের মা সখিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না….ইন্না লিল্লাহি রাজিউন)

আজ মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যুবমৈত্রীর ঢাকা মহানগর দক্ষিণ কমিটি।

দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন ও সাধারণ সম্পাদক মইনুদ্দীন আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে যুবমৈত্রীর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ সখিনা বেগমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জেআর