ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৪৪ অপরাহ্ন

নৌকায় ভোট দিন, স্মার্ট নগরী উপহার পাবেন: ডাবলু সরকার

  • আপডেট: Sunday, December 31, 2023 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: আগামী দিনে রাজশাহীকে স্মার্ট নগরীতে পরিণত করতে ও বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

রোববার সকালে নগরীর বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপন্ন সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ডা. মাফতাহুল মোস্তাকিম রাতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিলন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

সোনালী/জেআর