ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

নববর্ষে এমপি বাদশার বাণী

  • আপডেট: Sunday, December 31, 2023 - 10:00 pm

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী প্রদান করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, বিগত বছরের যা কিছু গ্লানি তা দূর হয়ে নতুন বছর আমাদের জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে।

আশা করছি, আগামী ২০৪১ সালের মধ্যে দেশ প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। তিনি রাজশাহীবাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে নতুন বছরে রাজশাহীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।