ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:১১ অপরাহ্ন

১৪ দলের নেতৃবৃন্দ: ঐক্যবদ্ধ আছি, নৌকার জয় সুনিশ্চিত

  • আপডেট: Sunday, December 31, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনে নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন ১৪ দলের নেতাকর্মীরা। নৌকার পক্ষে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। ১৪ দল মাঠে থাকায় কর্মী সঙ্কটে পড়েছেন এই আসনের অন্যান্য প্রার্থীরা। ভোটের মাঠে থাকলেও শহরজুড়ে তাদের প্রচারণা ক্ষীণ হতে শুরু করেছে।

রোববার বিকালে ১৪ দলের উদ্যোগে নৌকার পক্ষে নগরীর লিলি হলের মোড় থেকে বিশাল প্রচার মিছিল বের করা হয়। পশ্চিমাঞ্চলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি দিগন্ত প্রসারী ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন ১৪ দলের নেতারা।

মিছিলে নেতৃত্ব দিয়েছেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পথসভায় নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে নৌকার জয় সুনিশ্চিত করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহীর যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন; তা উপলব্ধি করে অবশ্যই জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।

তারা বলেন, একটি পক্ষ জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। কেউ কেউ নিজেকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে দাবিও করছে। তাদের কথায় কেউ কান দেবেন না। এই আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শুধুমাত্র ফজলে হোসেন বাদশা। আমাদের আহ্বান- আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সমৃদ্ধির পথকে প্রসারিত করুন।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, মনোয়ার হোসেন সেলিম, জ্যেষ্ঠ আইনজীবী সুশান্ত দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ সুমন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন প্রমুখ।

সোনালী/জেআর