ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

জেলা পরিষদ চেয়ারম্যানের নববর্ষের শুভেচ্ছা

  • আপডেট: Sunday, December 31, 2023 - 9:55 pm

খ্রিষ্টীয় নববর্ষের বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। বাণীতে তিনি রাজশাহীর জনসাধারণকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২৩ বিদায় নিয়ে ২০২৪ সমাগত। এ উপলক্ষে আমি রাজশাহী জেলা ও মহানগরবাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বাণীতে তিনি বলেন, আসুন, আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন অটুট রেখে জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন বছরে সকল ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সক্সকট মোকাবিলার শক্তি সঞ্চয় করি। আমি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।