ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

লিটন-বাদশার হাত ধরে এগিয়ে যাবে রাজশাহী: তসলিমা

  • আপডেট: Saturday, December 30, 2023 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার হাত ধরে রাজশাহীকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক তসলিমা খাতুন।

শুক্রবার বিকালে নগরীর ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

নারীনেত্রী তসলিমা বলেন, গত ১৫ বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী আজকে উন্নত ও আধুনিক শহরে পরিণত হয়েছে। দুই জনপ্রতিনিধির চমৎকার সমন্বয় দেশজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যেই আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। ঠিক একইভাবে আগামী নির্বাচনেও নৌকার জয় নিশ্চিত করে খায়রুজ্জামান লিটন ও ফজলে হোসেন বাদশার নেতৃত্বেই রাজশাহীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তসলিমা খাতুনের সঙ্গে এসময় স্থানীয় ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস