ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৮:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

তরুণদের প্রথম ভোট নৌকায় চাই: কাউন্সিলর মতি

  • আপডেট: Saturday, December 30, 2023 - 12:32 am

বিনোদনকেন্দ্রগুলোতে প্রচারণা 

স্টাফ রিপোর্টার: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাজশাহী শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে সময় কাটাতে আসা তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মাঝে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি।

এসময় তিনি তরুণদের প্রথম ভোটটি স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকায় দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত স্মার্ট ও সম্ভাবনাময়ী। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির তারাই অন্যতম সাক্ষী। তাদের সঙ্গে সময় কাটিয়ে উপলব্ধি করেছি, তারা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকেই ধারণ করে। নৌকা তাদের কাছে অনুপ্রেরণা। জননেত্রী শেখ হাসিনা তাদের অনুসরণীয়। তাই জনপ্রতিনিধি হিসেবে আমার আহ্বান- তরুণ প্রজন্মের প্রথম ভোট, এবারও নৌকায় হোক।

মতিউর রহমান মতির সঙ্গে এসময় স্থানীয় ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস