ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:৪৭ অপরাহ্ন

রাজশাহীতে ৩ জানুয়ারি জনসভা করবেন শেখ হাসিনা

  • আপডেট: Friday, December 29, 2023 - 4:00 am

অনলাইন ডেস্ক: দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৩ জানুয়ারি রাজশাহীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ভার্চুয়ালি ওই জনসভায় তিনি বক্তব্য দেবেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল ওয়াদুদ দারা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ৩ জানুয়ারি ভার্চুয়ালি রাজশাহীর জনসভায় বক্তব্য দেবেন। জেলার নেতৃবৃন্দ ও দলীয় প্রার্থীদের সঙ্গে আলোচনা করে জনসভার মাঠ চূড়ান্ত করা হবে।

শনিবার সবকিছু চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, দলীয় সভাপতি তার বক্তব্যে এ অঞ্চলের নৌকার প্রার্থীদের জন্য ভোট চাইবেন।

সোনালী/জেআর