ঢাকা | মে ১৯, ২০২৫ - ৭:১০ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত

  • আপডেট: Tuesday, December 26, 2023 - 12:19 am

অনলাইন ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) শীর্ষ এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দামেস্কে এই হামলা হয়েছে। দেশটির তিনটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে একাধিক সূত্র বলেছে, সাইয়্যেদ রাজি মুসাভি নামে পরিচিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ওই উপদেষ্টা সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

সোমবার নিয়মিত সংবাদ সম্প্রচার থামিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সিরিয়ায় আইআরজির জ্যেষ্ঠ উপদেষ্টাদের একজন হিসেবে মুসাভিকে অভিহিত করে তার মৃত্যুর ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজির অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির সাথে কাজ করেছিলেন মুসাভি। তবে দামেস্কে বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ উপদেষ্টাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এদিকে, বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানানোর পর থেকে তেহরানের প্রভাব বেড়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছিল তেহরান।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS