ঢাকা | মে ১৮, ২০২৫ - ১:১৮ অপরাহ্ন

রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মিল্লাত, মহাসচিব শাহেদ

  • আপডেট: Sunday, December 24, 2023 - 9:10 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে আকবারুল হাসান মিল্লাত চেয়ারম্যান ও কাজী শাহেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সমিতির সবকটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ সোমবার সমিতির পরিচালনা পর্ষদের যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল তার আর প্রয়োজন হচ্ছে না।

সমিতির তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচিত অন্যরা হলেন, ভাইস চেয়ারম্যান সরদার আবদুর রহমান, পরিচালক-অর্থ আব্দুল জাবীদ অপু, পরিচালক-প্রশাসন রফিক আলম, পরিচালক-আবাসন শিবলী নোমান, পরিচালক-শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সুজাউদ্দিন ছোটন, পরিচালক-প্রচার ও প্রকাশনা ড. আইনুল হক, পরিচালক-সমাজকল্যাণ শ. ম সাজু, পরিচালক-তথ্য ও গবেষণা ড. সাদিকুল ইসলাম স্বপন এবং পরিচালক আবু সালেহ মো. ফাত্তাহ ও মাহবুবুর রহমান সোহেল। এছাড়া গঠনতন্ত্র মোতাবেক সদ্য সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী পরিচালক হবেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যক্ষ মহা. হবিবুর রহমান এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসরিন আকতার মিতা ও অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS