ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৪২ পূর্বাহ্ন

বাগমারায় আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট: Friday, December 22, 2023 - 9:25 pm

প্রতিনিধি: রাজশাহীর-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান, গোলাম মন্ডল, আয়ুব আলী ও শরিফ উদ্দিন।

স্থানীয়রা জানান, এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানের নেতৃত্বে কয়েকজন কাঁচি মার্কার পোস্টার লাগাচ্ছিলেন।

এসময় গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারসহ কয়েকজন ঘটনাস্থলে এসে এমপির পিএস আতাউরসহ পোস্টার লাগানো কাঁচি মার্কার কর্মী সমর্থকদের মারধর করেন।

তবে চেয়ারম্যান আলমগীর সরকার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার পোস্টার ছিঁড়ে ফেলছিলেন। তারা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কারও ছাড় নেই। উপজেলাজুড়ে আইন-শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জেআর