ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়: মেনন

  • আপডেট: Friday, December 22, 2023 - 5:55 pm

অনলাইন ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় একটি দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জন্য দোয়া চাইলেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার বাদ জুমা বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইন্সটিটিউশন পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুকের বাবা প্রয়াত ডা. মোতাহার উদ্দিনের দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে দোয়া চান তিনি।

এর আগে ওই আসনের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়ে মেনন বলেন, আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হতে পারলে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর