ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে পুরোদমে চলছে নির্বাচনি প্রচারণা

  • আপডেট: Friday, December 22, 2023 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সকাল থেকে পুরোদমে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

শুক্রবার রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন বাঘা পৌর এলাকায়। জুমার নামাজ আদায় করেন বাঘা শাহী মসজিদে। এরপর মুসল্লিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন পুঠিয়া উপজেলার ভাল্লুুকগাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায়। রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তনোরের চান্দুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেন। তিনি চান্দুরিয়া ইউনিয়নের কাঁঠালপাড়া, রাতৈল আদিবাসী পাড়ায় পথসভা করেন এবং নৌকার পক্ষে ভোট চান। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পথসভা করেন বিল্লি বাজারে।

সোনালী/জেআর