ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:০১ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে মেসির কাছে কুপ্রস্তাব সতীর্থের!

  • আপডেট: Thursday, December 21, 2023 - 2:34 pm

অনলাইন ডেস্ক: ২০২৩ সালে ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনরা যখন আনন্দের সাগরে ভাসছিলেন তখন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন সতীর্থ আলেহান্দ্রো পাপু গোমেজ।

সম্প্রতি আর্জেন্টিনার ‘তার্তু টিভি’র ‘আ লা তার্দে’ নামক অনুষ্ঠানে এ ঘটনাটি ফাঁস হয়। আর এ খবর জানিয়েছে মার্কা।

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় ড্রেসিংরুমে চলছিল বাধভাঙা উল্লাস। কেউ নাচছিলেন, কেউ গান গাইছিলেন। এরই মধ্যে অদ্ভুত আচরণ করেছিলেন গোমেজ।

মেসিকে তিনি বলেন, আন্তোনেলাকে দিয়ে দে। এ সময় গোমেজের কথা শুনে রাগে লাল হয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন কাপ্তান।

 

সোনালী/জেআর