ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:৫৮ অপরাহ্ন

নগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণা

  • আপডেট: Wednesday, December 20, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসব প্রচারণা চালানো হয়।

প্রতিটি ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণায় নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ডের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রচারণাকালে তারা নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ফজলে হোসেন বাদশার উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।

যুবমৈত্রী: এদিকে মহানগর যুবমৈত্রীর উদ্যোগেও নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব প্রচারণা চালানো হয়।

এতে নেতৃত্ব দিয়েছেন নগর যুবমৈত্রীর সভাপতি ও রাসিকের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি ও সহ-সভাপতি রায়হান হালিম। এসময় নগর যুবমৈত্রীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফজলে হোসেন বাদশাকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মহানগর যুবমৈত্রীর নেতারা।

সোনালী/জেআর