ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ২:২০ পূর্বাহ্ন

বিজয় দিবস || রাজশাহীতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট: Monday, December 18, 2023 - 12:05 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে “ভারত-বাংলাদেশ বন্ধুত্ব” শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগরীর একটি হোটেলে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান ও নাটক উপস্থিত সকলকে মুগ্ধ করে।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা, যুব নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মুগ্ধ করে সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

সোনালী/জগদীশ