ঢাকা | নভেম্বর ২৮, ২০২৪ - ৭:৫৩ অপরাহ্ন

প্রতীক পেয়ে বঙ্গবন্ধু ও কামারুজ্জামানের প্রতি বাদশার শ্রদ্ধা

  • আপডেট: Monday, December 18, 2023 - 2:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ সোমবার সকালে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশা।

প্রতীক পেয়ে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান ও রাজশাহীর প্রগতিশীল রাজনীতির সংগঠক বিশিষ্ট আইনজীবী খন্দকার আশরাফ হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে হযরত শাহ মখদুম (রহ:) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন সদর আসনের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা।

এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, বিশিষ্ট ব্যবসায়ী শাহবুদ্দীন কটু, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনির উদ্দীন পান্না, যুবমৈত্রীর সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডা. শদিহুল ইসলাম, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দেসুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন সেলিম, দিগন্ত প্রসারী সংঘের সভাপতি নুরুল হক, শাহমখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আমজাদ হোসেন, বালাজানন্নেসা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ তাজবুল ইসলাম, আইনজীবী এলেন সিরাজী, গোলাম সাকলাইন মন্টু, ফরহাদ হোসেনসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ