ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম

এমপি বাদশার সঙ্গে নগর যুবমৈত্রীর বৈঠক

  • আপডেট: Monday, December 18, 2023 - 12:32 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে বৈঠক করেছেন মহানগর যুবমৈত্রীর নেতৃবৃন্দ।

গত শনিবার সন্ধ্যায় নগরীর হড়গ্রামস্থ এমপি বাদশার ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর যুবমৈত্রীর সভাপতি ও সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

বৈঠকে মহানগর যুবমৈত্রীর বর্তমান সাংগঠনিক পরিস্থিতির ওপর আলোকপাত করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এসময় মহানগর যুবমৈত্রীর সহ-সভাপতি ও সাবেক ভিপি রায়হান হালিম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানাসহ মহানগর যুবমৈত্রী, বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ