ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:০৩ অপরাহ্ন

আ.লীগের নির্বাচনি ইশতেহার ২৭ ডিসেম্বর

  • আপডেট: Monday, December 18, 2023 - 7:00 pm

সোনালী ডেস্ক: আগামী ২৭ ডিসেম্বর তার দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, ওইদিন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

দলীয় প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনি প্রথম জনসভা করা হবে। নির্বাচন নিয়ে দেয়া ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ উল্লেখ করে তিনি বলেন, এরা বিএনপির দালাল।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ।

সোনালী/জেআর