ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে ব্রিজের নিচে পড়েছিল যুবকের মরদেহ

  • আপডেট: Friday, December 15, 2023 - 9:32 pm

অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে এ মরদেহটি উদ্ধার করা হয়।

ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বড়াল রেল ব্রিজের নিচে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে যেহেতু ঘটনাস্থল রেলের জায়গা হওয়ায় বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া করা হবে। পাশাপাশি নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হবে।

সোনালী/জেআর