ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১০:১২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • আপডেট: Friday, December 15, 2023 - 8:19 pm

অনলাইন ডেস্ক: কেরানীগঞ্জে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিংয়ের একটি টিনশেড ফ্যাক্টরিতে আগুন লেগেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

সোনালী/জেআর