ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৫২ অপরাহ্ন

সাবেক মেয়র আব্দুল হাদির সঙ্গে এমপি বাদশার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Thursday, December 14, 2023 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ও প্রথম মেয়র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর হাদির মোড় এলাকায় আব্দুল হাদির বাসভবনে এই সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে সাবেক মেয়র আব্দুল হাদির শারীরিকসহ সার্বিক খোঁজ খবর নেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় তারা একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ও একে ওপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোনালী/জগদীশ