ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:৫৯ পূর্বাহ্ন

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি এমপি বাদশার শ্রদ্ধা

  • আপডেট: Thursday, December 14, 2023 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টি-বাঁধ এলাকায় স্থাপিত বধ্যভূমিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে এমপি ফজলে হোসেন বাদশা ও পরে মহানগর ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এমপি বাদশাসহ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিুকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, যুবমৈত্রীর সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, সীতানাথ বণিক, সাঈদ চৌধুরী, আলমগীর হোসেন, মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় সরকার, মহানগর যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মোহায়মিনুল হক রানা, আমিনুল ইসলাম রেজা, ইখতিয়ার উদ্দীন জাহিদ, রাবি শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি আকছারুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক বিমান চক্রবর্তী প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস