বুদ্ধিজীবী দিবস স্মরণে যুবমৈত্রীর আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভাপতিত্ব করেন মহানগর যুবমৈত্রীর সভাপতি ও সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তুলে দরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। একইসঙ্গে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন যুবমৈত্রীর নেতারা।
এ সময় মহানগর যুবমৈত্রীর সহ-সভাপতি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রায়হান হালিম, যুবমৈত্রীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানাসহ যুবমৈত্রীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ