ঢাকা | মে ১১, ২০২৫ - ২:২০ পূর্বাহ্ন

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি! কম দামে বিক্রি হতো পথে-ঘাটে

  • আপডেট: Thursday, December 14, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: খুলনার খালিশপুরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হতো। আর তা কম দামে ইজি বাইকে করে পথে-ঘাটে বিক্রি করা হতো। এছাড়াও বিভিন্ন হোটেলেও সরবরাহ করা হতো এই মাংস।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাইকৃত একটি কুকুরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রায় ২ মাস ধরে ওই স্থানে কুকুর জবাই করে তার মাংস বিক্রি করেছে বলে পুলিশকে জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো চক্রের প্রধান স্কুলছাত্র তাজ (১৬), আবু সাইদ (৩৭), মো. সিয়াম (১৬) ও প্রেম সরদার (১৬)। এ ঘটনায় জড়িত আরমান ও উৎস পলাতক রয়েছে। এর মধ্যে আবু সাঈদ জবাইকৃত কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে কম দামে বিক্রি করতো।

এছাড়া কয়েকটি হোটেলেও তারা কম দামে এই মাংস সরবরাহ করেছে বলে জানায়।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে জবাই করা একটি কুকুরসহ হাতেনাতে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জবাই করা কুকুর, আগে জবাই করে মাংস বিক্রি করা কুকুরের চামড়া, হাড় উদ্ধার করা হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS