ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৫ পূর্বাহ্ন

এমপি বাদশার সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, December 13, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বুধবার দুপুরে নগরীর হড়গ্রামস্থ এমপি বাদশার ব্যক্তিগত কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, ইখতিয়ার হোসেন, ফজলে রাব্বি আরেফিন, অধ্যক্ষ প্রকৌশলী কামাল উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ মারুফসহ নগরীর বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ