ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

এমপি বাদশার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Sunday, December 10, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা।

রোববার সন্ধ্যায় নগরীর হড়গ্রামস্থ এমপি বাদশার ব্যক্তিগত কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষকদের কাছ থেকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মঞ্জুর মোরশেদ হাসান চুন্না, বিশিষ্ট শিক্ষাবিদ আমিনুল ইসলাম, তালাইমারী দারুস উলুম দাখিল মাদ্রাসার পক্ষে আব্দুর রহমান, রাজশাহী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষে আব্দুর রাজ্জাক, মদিনাতুল উলুম কামিল মাদরাসার পক্ষে মোকাদ্দাসুল ইসলাম, আব্দুল রশিদ, মসজিদ-ই-নূর দাখিল মাদ্রাসার পক্ষে ইসমাইল হোসেন, মদিনাতুল উলুম কামিল মাদরাসার পক্ষে মোজাফফর হোসেন, রাজশাহী দারুস সালাম মাদ্রাসার পক্ষে হালিম খান, বঙ্গবন্ধু কলেজের পক্ষে কামরুজ্জামান, সুজাউদ্দোলা কলেজের পক্ষে মোস্তাফিজুর রহমান মানজাল, রাণীবাজার বালিকা বিদ্যালয়ের পক্ষে সাদিকুল ইসলাম, মেডিকেল কলেজের পক্ষে মোজাফ্ফর হোসেন, মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষে কাজিউর রহমান, শাহ মখদুম উচ্চ বিদ্যালয়ের পক্ষে গোপেশ চন্দ্র, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে আইয়ুব আলী, ইসলামি গবেষণা মডেল স্কুলের পক্ষে শরিফুল ইসলাম, সায়রা বানু স্কুলের পক্ষে সাহানা বেগম, আটকোষী উচ্চ বিদ্যালয়ের পক্ষে শিউলি বেগম, মিশন স্কুলের পক্ষে আলকা মারান্ডি, গোলজারবাগ স্কুলের পক্ষে আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস