ঢাকা | মে ১২, ২০২৫ - ৩:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে ১০ জন জয়িতাকে দেয়া হল সংবর্ধনা

  • আপডেট: Saturday, December 9, 2023 - 9:39 pm

স্টাফ রিপোর্টার: আজ শনিবার  ছিল বেগম রোকেয়া দিবস। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

অর্থনীতি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যমী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলা ও মহানগর এলাকা পর্যায়ে ১০ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত জয়িতাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটগরিতে জেলা ও মহানগর উভয় পর্যায়ে জয়িতা হয়েছেন- সোনিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন; এই নারী ক্যাটগরিতে জেলা ও মহানগর উভয় পর্যায়ে জয়িতা হয়েছেন মর্জিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ক্যাটগরিতে জেলা ও মহানগর উভয় পর্যায়ে জয়িতা হয়েছেন মোহনা মুহিন, সফল জননী নারী ক্যাটগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছে জায়েদা বেগম ও মহানগর পর্যায়ে জয়িতা হয়েছে জাহানারা করিম। এছাড়া শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, শিউলী আক্তার এবং মহানগর পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন রেজওয়ানা করিম।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, মানুষ হিসেবে আমরা সুখ-শান্তি চাই, বৈষম্য-নির্যাতন হতে মুক্তি চাই। মানুষের কল্যাণ ও মানবমুক্তির জন্য ক্ষণে ক্ষণে মহিয়ষী নারীদের জন্ম হয়েছে; যাদের কারণে পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে এসেছে।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর মানবমুক্তির কথা, শান্তির কথা, নারী মুক্তির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

বিভাগীয় কমিশনার ইসলামে নারীর মর্যাদা তুলে ধরে বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে বঙ্গমাতা সাহস যুগিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর; অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীদের এমন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে যেন সে সমাজে একজন নারী, একজন জননী এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তা হলে সমাজ এগিয়ে যাবে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন বক্তৃতা করেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

পরে জেলা ও মহানগর পর্যায়ে ৫ জন করে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতাকে উত্তরীয়, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS