ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

এবার পাগলা মসজিদে পাওয়া গেল সোয়া ৩ কোটি টাকা

  • আপডেট: Saturday, December 9, 2023 - 9:05 pm

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের নয়টি দানবাক্সে পাওয়া ২৩ বস্তা টাকা গণনা চলছে। তবে বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত গণনা করে পাওয়া গেছে তিন কোটি ২৫ লাখ টাকা।

জানিয়েছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম। এরপর আর হিসাব করা হয়নি। তবে গণনা অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টায় সিন্দুকগুলো খোলা হয়।

মসজিদের দোতলার সুপরিসর ফ্লোরে বস্তার টাকা ঢেলে চলছে গণনা। মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ১৩৪ জন ছাত্র, ১০ জন শিক্ষক আর রূপালী ব্যাংকের ৬০ জন স্টাফ টাকা গণনায় অংশ নিয়েছেন। তদারকি করছেন প্রশাসনের কর্মকর্তাসহ মসজিদ কমিটির সদস্যরা। রয়েছেন পুলিশ ও আনসার সদস্যরাও।

এর আগে ১৯ আগস্ট ৮টি সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। এবার সিন্দুক একটি বাড়ানো হয়েছে। দেশি মুদ্রার পাশাপাশি সিন্দুকে বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। পাওয়া গেছে সোনা-রুপার অলঙ্কারও। এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়।

সোনালী/জেআর