ঢাকা | মে ১১, ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

রাজশাহীতে ময়লা স্তূপের নিচে ২০ লাখ টাকার হেরোইন!

  • আপডেট: Saturday, December 9, 2023 - 9:45 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৮ ডিসেম্বর) মধ্য রাতে গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

হেরোইনগুলো বাড়ির পাশের একটি ময়লা স্তূপের নিচে কৌশলে পু্ঁতে রাখা হয়েছিল।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এই তথ্য জানানো হয়েছে।

আটক মাদক কারবারি সাবিয়ার রহমান ওরফে স্বাধীনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়ায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার মধ্য রাতে স্বাধীনের বাড়ি ঘেরাও করে। এ সময় পালানোর চেষ্টা করলেও হাতেনাতে আটক করা হয় তাকে। এরপর স্বাধীনের বাড়ির পাশে ময়লা স্তূপের নিচে মাটির ২ ফুট গভীরে পোঁতা অবস্থায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় স্বাধীনের নামে মামলা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS