ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৪৫ পূর্বাহ্ন

বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই গ্রেপ্তার

  • আপডেট: Saturday, December 9, 2023 - 8:15 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে হত্যার দায়ে বড় ভাই রাজু হোসেন (২৯)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত রাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে এবং নিহত সাজু হোসেনের আপন বড় ভাই ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর বিকালে উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামের মৃত.বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু দুই ভাই নিজ বাড়িতে খড়ের পালা দিচ্ছিলেন। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনাটাকা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর রাজু হোসেন পালিয়ে যান। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে র‌্যাব সদস্যরা রাজুকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, শনিবার ভোর রাত থেকে রাজু হোসেন তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতেই অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, রাজু হোসেনকে থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনালী/জেআর