ঢাকা | মে ৩, ২০২৫ - ১১:১৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে পুকুরে মিলল বৃদ্ধার লাশ

  • আপডেট: Friday, December 8, 2023 - 9:22 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে রাতে নিখোঁজের পর সকালে পুকুরে ভেসে উঠে রাজুবালা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ।

রাজুবালা উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামানিকের স্ত্রী। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজুবালার ভাই সুনীল কুমার বলেন, আমার বোন রাজুবালার স্বামী অনেক আগেই মারা গেছেন। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যে রাতে বোন রাজুবালাকে তার ঘর থেকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে বাড়ির আশপাশে অনেক খোঁজাখুজি করা হয়। গতকাল সকালে লোকজন রাজুবালাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS