ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১১:১২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Friday, December 8, 2023 - 9:25 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে তুহিন রেজা (২৬) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রুপনায়নপুর শ্মশান এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তুহিন রেজা উপজেলার টিএলবি (বাতপাড়া) এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তার স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয় তুহিন। অনেক খোজাখুজি করেও তার সন্ধান না মেলায় গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শুক্রবার বিকেলে সাংশৈল এলাকায় এক গোরস্থানে পাওয়া যায় তার মরদেহ। তবে কি কারনে এমন ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনালী/জেআর