ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট: Thursday, December 7, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

এই রুট দিয়েই রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ রয়েছে পুরো চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের সিংহভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু ট্রেনও এই রুট দিয়ে চলাচল করে।

পদ্মা সেতুর রেল সংযোগ চালু হওয়ায় কমলাপুর থেকে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু রুটের রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

সোনালী/জেআর