ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৮:৪২ অপরাহ্ন

বাদশার উন্নয়ন তুলে ধরে ওয়ার্ডে-ওয়ার্ডে যুবমৈত্রীর প্রচারপত্র বিতরণ

  • আপডেট: Tuesday, December 5, 2023 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে একযোগে নগরীর ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেছেন মহানগর যুবমৈত্রীর নেতারা।

সোমবার বিকালে এসব প্রচারপত্র বিতরণ করা হয়।

নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- কাশিয়াডাঙা থানার আহ্বায়ক হাফিজুর রহমান সাগর, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, খোরশেদ আলম, তুষার হোসেন, ইয়াসিন আরাফাত রতনসহ নেতাকর্মীরা।

২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবনেতা কাওসার আলী, তামিম ইসলাম, মেসবা উদ্দীন, তুহিন ইসলাম, শাহীন, আলামিন, কুর্বান আলী, আলমসহ নেতাকর্মীরা।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবনেতা শাহ আলম, দিদারুল আলম ইস্তো, রুবেল ইসলাম, ফজু, মাইনুল ইসলাম, আয়ুব আলী, সিদ্দিক হোসেনসহ নেতাকর্মীরা।

৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুল হাসান সুমন, মহানগরের সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, যুবনেতা কায়ুম উদ্দীন, হাসিবুল ইসলাম অন্তর, ইয়াসিন মালেক বাঁধনসহ নেতাকর্মীরা।

নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবনেতা প্রমিদ প্রাঙ্গন, মুরাদ আলীসহ নেতাকর্মীরা।

৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবনেতা রিপন হোসেন, মোহাম্মদ আলহাজ, জনি ইসলাম, লিটন, শামীম আহমেদসহ নেতাকর্মীরা।

নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- যুবমৈত্রীর নেতা মাহবুব আলম সুজন, যুবমৈত্রীর নেত্রী আজমেরী পারভীন, শফিকুল আলম কল্লল, সুযোন শেখ, রাজিব অপু বিলাশ, নাজির, আমান ইসলাম, মনিসহ নেতাকর্মীরা।

৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- মহানগরের সহ-সভাপতি রায়হান হালিম, আব্দুর রহিম ছোট, সালাউদ্দিন কবির প্রভাত, আরাফাত রহমান, বিপ্লব হোসেনসহ নেতাকর্মীরা।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেছেন যুবমৈত্রীর স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন- মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহায়মিনুল হক রানা, ওয়ার্কার্স পার্টির নেতা আলমগীর হোসেন, নিরেন সরকার, আকছারুজ্জামান সুমন, ফারুক হোসেন, জিয়া হাসান, রাজিব, মুক্তাসহ নেতাকর্মীরা।

এ নিয়ে মহানগর যুবমৈত্রীর সভাপতি ও সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাসহ রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার উন্নয়নচিত্র তুলে ধরে আমরা যুবমৈত্রীর নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। তাদের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে উন্নয়ন ও শান্তির পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করছেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ থাকবে বলে যুবমৈত্রী প্রত্যাশা করে।

সোনালী/জগদীশ রবিদাস