ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:৫৭ পূর্বাহ্ন

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

  • আপডেট: Monday, December 4, 2023 - 1:10 am

অনলাইন ডেস্ক: নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা পর পর দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভিতরের অংশ আগুনে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নাটোর স্টেশন অফিসার ফিরোজ কুতুবী বলেন, রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে।

সোনালী/জেআর