ঢাকা | মে ২, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আ.লীগ প্রার্থীকে শুভেচ্ছা জানানো এসআই প্রত্যাহার

  • আপডেট: Saturday, December 2, 2023 - 9:10 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

এ ঘটনায় শনিবার তাঁকে প্রত্যাহার করে রাজশাহী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান এ আদেশ দিয়েছেন।

এসআই জিলালুর রহমান বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি তাহেরপুর পৌরসভার মেয়রের পদও ছেড়েছেন সম্প্রতি।

দলের মনোনয়ন পেয়ে ২৭ নভেম্বর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে যান তিনি। সেখানেই আরেক সহকর্মীকে নিয়ে আবুল কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান।

এ ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে শনিবারই তাঁকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

তবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি পুরোনো বলে দাবি করেছেন এসআই জিলালুর রহমান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে, সে কারণে তাঁকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে তিনি পুলিশ লাইনে যোগ দিয়েছেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS