ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:৫৪ অপরাহ্ন

জামিল ব্রিগেডের সম্মুখযোদ্ধা ভাসানীর বাবার মৃত্যুতে বাদশার শোক

  • আপডেট: Friday, December 1, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: করোনাকালীন সময়ে রাজশাহীজুড়ে বিনামূল্যে বিভিন্ন সেবাদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেডের গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের সমন্বয়ক ও যুবনেতা আব্দুল হামিদ খান ভাসানীর বাবা ও সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না ….রাজিউন)।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল দশটায় কুমরপুর গোরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে শহীদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও শহিদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা এমপি।

শুক্রবার সন্ধ্যায় এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস