ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৮:২৮ অপরাহ্ন

নগরীতে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

  • আপডেট: Friday, December 1, 2023 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে এই কর্মশাল অনুষ্ঠিত হয়।

রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সেবর ট্রাভেলস নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর সাইফুল হক।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিএস ট্রাভেলস-এর সিইও আবু সাঈদ ও রংধনু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রধান নির্বাহী নওশাদ আলী ও সাউথ এশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সিইও সুলতানা পারভীন।

কর্মশালায় বক্তারা বলেন, পর্যটন শিল্পকে সমৃদ্ধ ও গণমুখী এবং বিমান যাত্রা আরো নিরাপদ ওর স্বাচ্ছন্দময় করে তুলতে এক হাতে দক্ষ জনবল প্রয়োজন। সে কারণে এই শিল্পের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে আর সে কারণে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ। যাতে দক্ষ কর্মীরা আনন্দময় ভ্রমণ ও বিমান যাত্রা আরো প্রাণবন্ত করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

সোনালী/জগদীশ রবিদাস