ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:০৭ অপরাহ্ন

দুর্গাপুরে ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কোপাল দুবৃর্ত্তরা

  • আপডেট: Friday, December 1, 2023 - 9:45 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে এক ব্যবসায়ী চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে দুবৃর্ত্তরা।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কিশমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুবৃর্ত্তদের হামলায় জখম ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৫)। সে পুকুর খননের যন্ত্র এস্কেভেটর গাড়ির ব্যবসা করতেন। ঘটনার পর স্থানীয় লোকজন আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ঘটনার সময় স্থানীয় কয়ামাজমপুর বাজারের একটি দোকানে বসে ছিলেন।

এ সময় দুই জন ব্যক্তি তাকে ডেকে নিয়ে মাঠের এক পাশে চলে যান। কিছুক্ষণ পর সেখান থেকে জোরে চিৎকারের আওয়াজ আসতে থাকে।

এ সময় বাজারের স্থানীয় লোকজন সেখানে ছুটে যেতেই চাইনিজ কুড়াল হাতে দুইজন লোক দৌড়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী জাহাঙ্গীরের স্ত্রী মুঠোফোনে জানান, তার স্বামীর অবস্থা সঙ্কটাপন্ন। মুখে চায়নিজ কুড়াল দিয়ে একাধিক কোপ দেয়া হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

সোনালী/জেআর