ঢাকা | মে ২, ২০২৫ - ১১:২৯ অপরাহ্ন

রাজশাহীতে ডিবির ২ সদস্যকে কোপাল মাদককারবারিরা

  • আপডেট: Wednesday, November 29, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলায় মাদককারবারিদের দেশীয় অস্ত্রের আঘাতে গোয়েন্দা পুলিশের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ইউসুফপুরে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ইউসুফপুর থেকে ফেনসিডিলের একটা চালান জব্দ করে করে থানায় ফিরছিলেন তারা।

রাস্তায় সংঘবদ্ধ মাদককারবারিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ডিবির দুই সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন তারা।

আহত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ও ইউসুফ আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, এ ঘটনায় তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS