ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

সড়ক-ফুটপাত দখলমুক্তকরণে রাসিক’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট: Tuesday, November 28, 2023 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: সড়ক-ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। সকালে রাজশাহী নগর ভবনের গ্রেটার রোড থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

এরপর বর্ণালির মোড়, রাজীব চত্বর, ঐতিহ্য চত্বর, বিভাগীয় গণগ্রন্থাগার, মেডিকেল জরুরি গেট, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, সোনাদিঘি মোড়, গণকপাড়া মোড় পর্যন্ত রাস্তা-ফুটপাতে গড়ে ওঠা সব প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানকালে গণগ্রন্থাগার ও মেডিকেল জরুরি গেটের সামনে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে জব্দকৃত একটি জেনারেটর নগর ভবনে নিয়ে রাখা হয়।

রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোনালী/জেআর