ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৬:৪৭ অপরাহ্ন

গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, দেখতে গিয়ে প্রতিবেশীর মৃত্যু

  • আপডেট: Monday, November 27, 2023 - 9:15 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে সেলিনা বেগম (৪৩) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের মরদেহ দেখতে গিয়ে প্রতিবেশী ফাতেমা বেগম (৫০) নামের আরেক নারী স্ট্রোকে করে মারা যান। সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত সেলিনা উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আর ফাতেমা একই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে সেলিনার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। কিছু দিন ধরে ছেলের সঙ্গে সেলিনার কলহ চলছিল। ছোট ছেলে রবিনের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দুজন মারা গেছেন।

একজন গলায় ফাঁস দিয়ে, অন্যজন মরদেহ দেখতে গিয়ে স্টোক করে মারা যান। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোনালী/জেআর