ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্রকে গুলি

  • আপডেট: Monday, November 27, 2023 - 3:00 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে।

গত শনিবার এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীদের পরিবার এই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।

আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চলছে। পুলিশ বলছেন, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন।

সোনালী/জেআর