ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:১৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এমপি বাদশার অভিনন্দন

  • আপডেট: Sunday, November 26, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পরীক্ষায় কৃতীত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে।

তারা অ্যাকাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ ও নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে-এটাই প্রত্যাশা করি। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

সোনালী/জগদীশ রবিদাস