ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৪৮ অপরাহ্ন

কাউন্সিলরের ওপর হামলার নিন্দা সব কাউন্সিলরদের

  • আপডেট: Sunday, November 26, 2023 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩৯জন ওয়ার্ড কাউন্সিলর।

রবিবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৯টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।

বিবৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান এবং নাগরিকদের বিভিন্ন অভিযোগ/সমস্যা শালিস বৈঠকের মাধ্যমে সামাজিকভাবে আপোস-মীমাংসা/নিষ্পত্তি করে থাকেন ওয়ার্ড কাউন্সিলররা। গত ২৩ নভেম্বর ২৭নং ওয়ার্ড কার্যালয়ে শালিস বৈঠক চলাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেন দুর্বৃত্তরা।

এরপর উক্ত আপোস-মীমাংসাকে কেন্দ্র করে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এটি কোনভাবেই কাম্য নয়। আমরা মনে করি পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। একজন জনপ্রতিনিধির উপর ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হামলার ঘটনা যথাযথভাবে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ’

বিবৃতিতে স্বাক্ষরকারী কাউন্সিলরগণ হলেন, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন নেছা, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন নাহার, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল , ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া।

১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন।

সোনালী/জেআর