ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পেট্রোল বোমা উদ্ধার

  • আপডেট: Thursday, November 23, 2023 - 2:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

সোনালী/জেআর