ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:০৫ পূর্বাহ্ন

কাউন্সিলরের সঙ্গে আ’লীগ নেতার দ্বন্দ্বে গোলাগুলি, গুলিবিদ্ধ এক

  • আপডেট: Thursday, November 23, 2023 - 11:32 pm

স্টাফ রিপোর্টার: রাাজশাহী সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগরীর বালিয়াপুকুর এলাকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের বালিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে স্থানীয় আ’লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরেই দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কাউন্সিলর মনির অনুসারী আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এদিকে হঠাৎ সংঘর্ষের ঘটনার পর থেকে শহরের বালিয়াপুকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন গণমাধ্যমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জেআর