ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৪১ পূর্বাহ্ন

বেশি শীত লাগতে পারে যেসব কারণে

  • আপডেট: Wednesday, November 22, 2023 - 10:14 pm

অনলাইন ডেস্ক: কারো কারো দেখা যায় অন্যদের তুলনায় বেশি শীত লাগছে। স্বাভাবিকের তুলনায় এইসব মানুষরা একটু বেশিই শীত অনুভব করেন। আর এই বেশি শীত লাগার পেছনে অনেক কারণও থাকে।

রক্তস্বল্পতার কারণেও অনেকের বেশি শীত লাগতে পারে। তারা হাত-পায়ে বেশি শীত অনুভব করতে পারেন। দীর্ঘমেয়াদি কিডনির রোগের কারণেও কেউ অল্প শীতেই কাবু হতে পারেন।

শীতে হাত-পায়ের রক্তনালি সাময়িকভাবে সংকুচিত হতে পারে। এ ক্ষেত্রে আঙুলগুলো অবশ ও ঠাণ্ডা হতে পারে। থাইরয়েড হরমোনের অভাবেও লাগতে পারে বেশি শীত।

ইনফ্লুয়েঞ্জা ও জ্বরের মতো রোগের কারণেও শীত বেশি অনুভব করতে পারেন কেউ কেউ। অ্যালকোহল সেবনেও শীতের অনুভূতি বাড়তে পারে। কিছু ওষুধও হতে পারে বাড়তি শীতের কারণ।

সোনালী/জেআর